ঢাকা | মঙ্গলবার
৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

বাইডেনের পরমাণু সমঝোতায় ফেরার পথ কঠিন করেছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য পরমাণু সমঝোতায় ফেরার পথ কঠিন করে তুলেছেন বলে মন্তব্য করেছেন দেশটির রাজনৈতিক বিশ্লেষক ও শিক্ষাবিদ ফ্রাঙ্ক এন. ভন হাইপেল। প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি।

গত শুক্রবার আমেরিকার প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের অধ্যাপক এবং জ্যেষ্ঠ গবেষক ফ্রাঙ্ক এন. ভন হাইপেল ওই সাক্ষাৎকার দিয়েছেন। গত ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেন। এরপরই নতুন করে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প।

২০১৮ সালে পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যাওয়ার পর ইরানের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টির জন্য ব্যাপকভাবে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে আসছেন ট্রাম্প।

এ প্রসঙ্গে অধ্যাপক হাইপেল বলেন, ইরানের পরমাণু সমঝোতায় যেন জো বাইডেন আবার যোগ না দিতে পারেন সেজন্য এই পথ কঠিন করে তুলতেই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। জো বাইডেন এসব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে গেলেই রিপাবলিকানরা তার বিরুদ্ধে ইরানের প্রতি পক্ষপাতমূলক অন্ধ সমর্থনের অভিযোগ আনবেন।

তিনি বলেন, ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য বাইডেন কতবার কংগ্রেসে ভোটাভুটি করবেন?

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন