ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জি-২০ সম্মেলনে করোনা মোকাবিলায় ঐক্যের ডাক

জি-২০ সম্মেলনে করোনা মোকাবিলায় ঐক্যের ডাক

করোনা মোকাবিলায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ডাক দিয়েছেন জি-টুয়েন্টিভুক্ত ১৯টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের নেতারা একইসঙ্গে করোনাতে অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে উঠতে এক হয়ে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা। গতকাল শনিবার সৌদি আরবের রিয়াদে শুরু হওয়া দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী দিনে এ আহ্বান জানান জোটের নেতারা।

এইদিকে স্বাগতিক দেশ হওয়ায় সৌদি আরবের বাদশাহ সালমান জি-২০’র ১৫তম সম্মেলনের উদ্বোধন করেন। ভার্চুয়ালি এতে যোগ দেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনসহ জি- টুয়েন্টিভুক্ত ১৯ দেশ ও ইউরোপীয় ইউনিয়নের নেতা।

প্রথম কোন আরব দেশ হিসেবে জি-২০ সম্মেলনের আয়োজন করলো সৌদি। করোনার কারণে ভার্চুয়ালি শুরু হওয়া এ সম্মেলনের প্রথমদিনের (২১ নভেম্বর) মূল বিষয় ছিলো করোনা মোকাবিলা এবং করোনাকালে ক্ষতি হওয়া অর্থনীতি পুনরুদ্ধার।

সম্মেলনের উদ্বোধন করে সৌদি বাদশাহ সালমান বলেন, করোনা মোকাবিলায় আন্তর্জাতিকভাবে সবাই এক হয়ে কাজ করার বিকল্প নেই। বিশ্বের সব দেশ যেন পর্যাপ্ত পরিমাণে করোনা পরীক্ষার কিট এবং টিকা পায় সে জন্য সবাইকেই সাহায্যের হাত বাড়ানোর আহ্বান জানান বাদশাহ সালমান।

আরেক সদস্য দেশ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও বলেছেন, করোনার টিকা বাজারে এলে তা যেন কেবল ধনী দেশগুলো না পায়, বিশ্বের সব দেশই যেন পায় সে বিষয়ে খেয়াল রাখতে হবে।

করোনায় বিশ্বের বিভিন্ন দেশে যে অর্থনৈতিক ক্ষতি হয়েছে তা মোকাবিলায় কাজ করার বিষয়েও কথা বলেন জি-২০ নেতারা। এসময় সম্মেলনে যোগ দেয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, যুক্তরাষ্ট্রের অর্থনীতির পুনরুদ্ধারে যথেষ্ট ভুমিকা রেখেছেন ট্রাম্প। এছাড়াও সব দেশের নিরাপদ টিকা পাওয়ার অধিকার আছে বলেও মন্তব্য করেন পুতিন।

পুতিন বলেন, টিকা যে দেশ তৈরি করবে সেই দেশের মানুষই পাবে তা যেন না হয়, সবার অধিকার আছে এতে। আমি বলতে পারি, রাশিয়ার তৈরি টিকা সব দেশে সহজলভ্য হবে।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন