ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

লেবানন : কারাগার ভেঙে পালিয়েছে ৬০ বন্দি

লেবাননে কারাগারের দরজা ভেঙে অন্তত ৬০ বন্দি পালিয়ে গেছেন। এদের মধ্যে পাঁচজন গাড়িতে করে পালানোর সময় দুর্ঘটনায় নিহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্স জানিয়েছে, কারাগার থেকে মোট ৬৯ জন বন্দি পালিয়েছে। তবে পালানোর সময় ৯ জনকে আটক করা হয়েছে। এ ঘটনার পর নিরাপত্তা বাহিনী ওই এলাকা ঘিরে রেখেছে।

লেবাননের কারাগারে বন্দি নির্যাতনের অভিযোগ বেশ পুরোনো খবর। এ ইস্যুতে বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংস্থা বিভিন্ন সময় উদ্বেগ জানিয়ে আসছে।

চলতি বছর এপ্রিলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছিল, লেবাননের কারাগারগুলোয় দাঙ্গার ঘটনা ঘটেছে। কারাগারে কোভিড-১৯ সংক্রমণের আশঙ্কায় বন্দিদের পরিবারের সদস্যরা বিভিন্ন সময়ে বিক্ষোভও করেছে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন