ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সহজেই হ্যাক করা যায় যেসব পাসওয়ার্ড

‘পাসওয়ার্ড’ এমনই এক গুরুত্বপূর্ণ বিষয়, যার একটু হেরফের হলেই ভেস্তে যেতে পারে সকল তথ্য। সাধারণত আমরা অনেকেই এটি নিয়ে মাথা ঘামাই না। যেসব পাসওয়ার্ড সহজে মনে রাখা যায়, সেটিকেই আমরা প্রধানত বেছে নিয়ে থাকি। আর এতেই অনেকক্ষেত্রে লুকিয়ে থাকে বিপদ। আমরা এমনকিছু পাসওয়ার্ড দিয়ে বসি, যা সহজেই হ্যাকাররা ব্রেক করে ফেলে।

সম্প্রতি পাসওয়ার্ড ম্যানেজার ‘নর্ডপাস’-এর প্রতিবেদনে এবছর ব্যবহৃত হয়েছে এমনই ২০০টি পাসওয়ার্ডের কথা প্রকাশ্যে আনা হয়েছে। যার মধ্যে সর্বপ্রথমে রয়েছে ‘123456’, এটি ২৩ মিলিয়ন বার ব্যবহৃত হয়েছে। ব্যবহারের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে ‘123456789’ পাসওয়ার্ডটি। তৃতীয় স্থানে রয়েছে ‘picture1’।

এদিকে, ২০১৫ সালেও ‘123456’ পাসওয়ার্ডটি শীর্ষস্থান ধরে রেখেছিল। এর থেকেই বোঝা যাচ্ছে, গত ৫ বছরে তেমন বিশেষ কিছু পরিবর্তন হয়নি। চলুন দেখে নেওয়া যায় এবছর (2020) সবথেকে ব্যবহৃত ২০টি পাসওয়ার্ড। ‘123456′, ‘123456789′, ‘picture1′, ‘password’, ‘12345678′, ‘111111′, ‘123123′, ‘12345′, ‘1234567890′, ‘senha’, ‘1234567′, ‘qwerty’, ‘abc123′, ‘Million2′, ‘000000′, ‘1234′, ‘iloveyou’, ‘aaron431′, ‘password1′, এবং ‘qqww1122’।

এছাড়াও প্রতিবেদনে আরও জানানো হয়েছে, ‘aaron431′ পাসওয়ার্ডটি ৯০ হাজার বার, chocolate পাসওয়ার্ডটি ২১ ৪০৯বার, pokemon পাসওয়ার্ডটি ৩৭হাজার বার ব্যবহৃত হয়েছে।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন