ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঊর্ধ্বমুখী তেলের দাম

নতুন করে মহামারি করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম। গত এক সপ্তাহে অপরিশোধিত তেলের দাম ৫ শতাংশের ওপর বেড়েছে। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম বেড়েছে প্রায় সাড়ে ৫ শতাংশ। হান্টিং অয়েলের দাম বেড়েছে সাড়ে ৬ শতাংশের ওপর।

অন্যদিকে, লিবিয়ার তেল উত্তোলন বাড়ায় কিছুদিন আগে বিশ্ববাজারে তেলের দামে বড় দরপতন হয়। ফলে অক্টোবরের চতুর্থ সপ্তাহে অপরিশোধিত ও ব্রেন্ট ক্রুড অয়েলের দাম প্রায় ১০ শতাংশ কমে যায়।

ইতিহাসের সর্বোচ্চ দরপতনের কারণে গত ২০ এপ্রিল প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ঋণাত্মক ৩৭ ডলারের নিচে নেমে যায়। রেকর্ড এই দরপতনের পরই অবশ্য তেলের দাম বাড়তে থাকে।

এতে রেকর্ড দরপতনের ধাক্কা সামলে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ৪০ ডলারের আশপাশে ঘুরপাক খাচ্ছিল। কিন্তু নভেম্বরের শুরুতে ৪০ ডলারের নিচে নেমে যায়।

এই ক্ষতি সামাল দিয়ে তেলের দাম আবার বাড়তে শুরু করেছে। গত সপ্তাহের শেষ কার্যদিবসে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম দশমিক ৪৩ ডলার বেড়ে ৪২ দশমিক ১৭ ডলারে উঠেছে।

ফলে সপ্তাহের ব্যবধানে অপরিশোধিত তেলের দাম বেড়েছে ৫ দশমিক শূন্য ৮ শতাংশ। মাসের ব্যবধানে বেড়েছে ৫ দশমিক ৩৫ শতাংশ। বছরের ব্যবধানে ৩১ দশমিক শূন্য ৯ শতাংশ দাম কমেছে।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন