ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বর্ণবাদবিরোধী বিক্ষোভে উত্তাল ব্রাজিল

দুইজন শ্বেতাঙ্গ নিরাপত্তারক্ষীর হাতে এক কৃষ্ণাঙ্গের নৃশংস মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্রাজিলে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। একটি সুপারমার্কেটের বাইরে গত বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে। এরপর শুক্রবার থেকে দেশটিতে বর্ণবাদবিরোধী বিক্ষোভ শুরু হয়েছে।

ওই ঘটনার এক ভিডিও চিত্রে দেখা গেছে, পেশায় ঢালাইকর (ওয়েল্ডার) সিলভেইরাকে এক নিরাপত্তারক্ষী ধরে রেখেছেন। আরেক নিরাপত্তাকর্মী তাঁর মুখ ও মাথায় ঘুষি মারছেন। এ সময় ওই সুপারমার্কেটের একজন কর্মী তা মোবাইলে ভিডিও করছেন। ওই নিরাপত্তারক্ষীদের আটক করা হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে ওই ভিডিওটি সামাজিক যোগাযোগের মাধ্যমসহ স্থানীয় গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই বিক্ষোভ শুরু হয়।

ফ্রান্সের সুপারমার্কেট গ্রুপ ক্যারফুরের ব্রাজিল শাখা জানায়, যে নিরাপত্তা প্রতিষ্ঠান তাদের কর্মী সরবরাহ করে, তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে তারা।

গেল বছর আমেরিকার তুলনায় ব্রাজিলে ছয় গুণ বেশি মানুষ পুলিশের হাতে নিহত হয়েছেন। যাদের মধ্যে অধিকাংশই কৃষ্ণাঙ্গ।

আনন্দবাজার/টি এস পি 

সংবাদটি শেয়ার করুন