ঢাকা | সোমবার
১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ভিন্ন ধারার আইটেম নিয়ে আসছেন আরিফিন শুভ

দৈনিক আনন্দবাজর ডেস্ক: আয়োজিত “ফর দ্য লাভ অফ ফুড” এর চতুর্থ পর্বে ভিন্ন ধারার চমক নিয়ে আসছেন ঢাকা অ্যাটাক খ্যাত সিনেমার স্টাইলিশ অভিনেতা ও সদ্য বডি ট্রান্সফরমেশনকৃত তারকা আরিফিন শুভ। ভোজন রসিক ও শুভ ভক্তদের জন্য পুরো পর্ব জুড়ে থাকবে র‌্যাপিড ফায়ার প্রশ্নের উত্তরসহ উপভোগ্য নানা ধরনের সিকুয়েন্স। এই পর্বে শুভ অভিনয়ের পাশাপাশি রান্না করা ও তার ব্যক্তি জীবনের নানা অধ্যায়ের কথা তুলে ধরবেন।

শুভর সাথে এপিসোডটিতে অংশ নিবেন বেস্ট ফ্রাইড চিকেন (বিএফসি ) রেস্টুরেন্টের সিইও আশরাফ উদ্দৌলাহ। এই পর্বের শিরোনাম শুনে কিছুটা আন্দাজ করা যাচ্ছে আশরাফ উদ্দৌলাহকে অনুসরন করে আরিফিন শুভ কী ধরনের খাবার উপহার দিতে যাচ্ছে। এছাড়াও শ্রোতাদের জন্য রয়েছে বিশেষ উপহার! শুভ এবং বিএফসি’র সিইও’র  ডিশটি বিশেষ ডিসকাউন্টে পাওয়া যাবে শুধুমাত্র ফুডপ্যান্ডার অ্যাপে!

উল্লেখ্য, সিনেমার একটি চরিত্রের জন্য ৯ মাস খেটে শরীরের নতুন গড়ন (বডি  ট্রান্সফরমেশন)  তৈরি করেছেন শুভ।  সেই সময়ের স্মৃতি ধরে রাখার পাশাপাশি গড়ন বদলের সাত মিনিটের একটি তথ্যচিত্র তৈরি করেন। সম্প্রতি প্রকাশ হওয়া এই ভিডিওটি ইউটিউবে দেখা হয়েছে ৪২ লাখের বেশি।

দেশের জনপ্রিয় উপন্যাসিক, বিশিষ্ট নাট্যকার, চিত্রনাট্যকার, চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের পুত্র নুহাশ হুমায়ূন, তরুণ এই নির্মাতা ফুডপ্যান্ডা আয়োজিত ‘ফর দ্য লাভ অফ ফুড’ এর এপিসোডগুলো পরিচালনা করেছেন। এর আগে ২২ অক্টোবর প্রথম শো-তে সঙ্গীতশিল্পী ও অভিনয় শিল্পী তাহসান রহমান খান, ২৯ অক্টোবর দ্বিতীয় শো-তে মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মীম এবং ১২ নভেম্বর তৃতীয় শো-তে মডেল, প্রযোজক ও দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান উপস্থিত ছিলেন। প্রতিটি শো প্রচারের সাথে সাথেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।

পছন্দের তারকা শুভ’র সম্পূর্ণ ফুডভেঞ্চার দেখতে হলে চোখ রাখতে হবে ১৯ নভেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যা ৬.১৫ মিনিটে বেসরকারি টিভি চ্যানেল এনটিভি’র পর্দায়। টিভি চ্যানেলে প্রিমিয়ার হয়ে যাওয়ার পর ফুডপ্যান্ডার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেও এই শো দেখা যাবে।

এপিসোড ৪- আরিফিন শুভ X বিএফসি

 

সংবাদটি শেয়ার করুন