টানা বৃষ্টির কারণে নওগাঁর হাটগুলোতে শীতের আগাম সবজির দাম পড়ে গেছে। টাটকা সবজি বিক্রির দাম কমে গেছে হচ্ছে মণ প্রতি ২শ’ থেকে আড়াইশ টাকা। বিভিন্ন ধরনের সবজি ক্ষেত থেকে তুলে হাটে নেয়ার পর ন্যায্য দাম না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন কৃষকরা। সবজি বেপারি না আসায় সবজির দর কমেছে বলে মনে করেন তারা।
সমুদ্রের লঘু চাপের কারণে গত ৩ দিন ধরে টানা বৃষ্টিতে নওগাঁর প্রান্তিক পর্যায়ের হাট গুলোতে সবজি এনে বিপাকে পড়েছেন সবজি চাষিরা । গত সপ্তাহ থেকে মণ প্রতি ২শ থেকে আড়াই শো টাকা কমে সবজি বিক্রি করতে বাধ্য হচ্ছেন বিক্রেতারা। জেলার বদলগাছির ভান্ডারপুর হাটে শীতের আগাম জাতের নানা সবজির পশরা নিয়েন বসলেও ন্যায্য দাম না পাওয়ায় হতাশ চাষিরা।
গেল সপ্তাহের এক হাজার টাকার পটল বিক্রি হচ্ছে প্রতি মণ ৭শ টাকায়, বেগুন ১৪শ থেকে নেমে ১২শ টাকায়, জিঙ্গা ১হাজার থেকে কমে ৮শ টাকায়। আর দেশী লাউ প্রকার ভেদে ১৫ থেকে ২০ টাকা পিছ পাইকারি বেচাকেনা চলছে। প্রতিদিন ভান্ডারপুর হাটে প্রায় ৪০ থেকে ৫০ লাখ টাকার সবজি কেনাবেচা হলেও বৈরী আবহাওয়ার কারণে তা অর্ধেকে নেমে এসেছে । জেলার বদলগাছী ছাড়াও পার্শবতী দুটি উপজেলার কৃষকরাও এ হাটে সবজি বিক্রি করতে আসেন।
আনন্দবাজার/শাহী