ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ম্যান বুকার পেলেন ডগলাস স্টুয়ার্ট

এবারের ম্যান বুকার পুরস্কার পেলেন স্কটিশ-আমেরিকান লেখক ডগলাস স্টুয়ার্ট। ‘শুগি বেইন’ নামের নিজের লেখা প্রথম উপন্যাসের জন্য এই পুরস্কার পেয়েছেন ৪৪ বছর বয়সী এই লেখক। স্থানীয় সময় বৃহস্পতিবার এ পুরস্কার ঘোষণা করা হয়। পুরস্কারে ৫০ হাজার পাউন্ড পাবেন ডগলাস।

কিশোর শুগিকে উপজীব্য করে লেখা বই ‘শুগি বেইন’। বইটি নিজের মাকে উৎসর্গ করেছেন ১৬ বছর বয়সে মাকে হারানো ডগলাস। পুরস্কার পাওয়ার পর ডগলাস জানান, বইয়ের প্রতিটি পাতায় মা সম্পর্কে আমি পরিষ্কার করে বলেছি। তাকে ছাড়া আমি এখানে আসতে পারতাম না।

লেখকের নিজের জীবনের ওপর ভিত্তি করে গল্প তুলে ধরা হয়েছে উপন্যাসটিতে। আশির দশকের গ্লাসগোতে দারিদ্র্যের মধ্যে বেড়ে ওঠে এক কিশোর। যার মা লড়াই করেন মাদকাসক্তির বিরুদ্ধে। এই উপজীব্যকে ঘিরেই এগিয়ে গেছে উপন্যাসের ঘটনাপ্রবাহ।

১৯৬৯ সাল থেকে সাহিত্যে ‘ম্যান বুকার’ পুরস্কার দিয়ে আসছে যুক্তরাজ্য। ইংরেজি ভাষায় লেখা সেরা মৌলিক উপন্যাসের জন্য দেওয়া হয় এ পুরস্কার।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন