ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চীনের অর্থনীতিকে আরও বড় করা হবে : শি জিনপিং

চীনের অর্থনীতিকে আরও বড় করা হবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। আর এজন্য উন্নতমানের পণ্য ও সেবা আমদানি বাড়ানো হবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারশেন ফোরামে (এপেক) তিনি এ ঘোষণা দিয়েছেন। এজন্য এরই মধ্যে বিশ্বের ২য় শীর্ষ অর্থনীতির দেশ চীন অনেক দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিও করেছে।

তবে এখনও পরিষ্কার নয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম এ ফোরামে দেওয়া ভাষণে কী বলবেন। শুক্রবার (২০ নভেম্বর) পর্যন্ত চলবে এ ফোরামের আলোচনা।

২০১৮ সাল থেকে বিশ্ব অর্থনীতির শীর্ষ দুই দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ চলে আসছে। চীনের প্রেসিডেন্ট তার ভাষণে বলেছেন, নিজ দেশের অর্থনীতি সুরক্ষার নামে চীন কোনো দেশকেই দূরে সরাতে চায় না।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন