ঢাকা | রবিবার
২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রূপালী ব্যাংক ও রবির মধ্যে চুক্তি

টেলিযোগাযোগ খাতের বহুজাতিক মোবাইল কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের সাথে রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির ফলে এখন থেকে রূপালী ব্যাংক কর্মকর্তারা সর্বনিম্ন কলরেটে সারাদেশে কথা বলার সুযোগ পাবেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ব্যাংকের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চুক্তিতে রূপালী ব্যাংকের ডিজিএম মো. রহমত উল্লাহ সরকার ও রবির চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার মো. আদিল হোসেন নোবেল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ এবং রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাহতাব উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রুপালী ব্যাংকের ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, খন্দকার আতাউর রহমান ও রবির জিএম মোস্তফা কামাল ইউসুফসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন