ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ফের যুক্তরাষ্ট্র থেকে ক্ষেপণাস্ত্রবাহী বিমান এলো ভারতে

সীমান্তে সংঘাতের মধ্যেই আরও শক্তিশালী হল ভারতের নৌবাহিনীর অস্ত্রভাণ্ডার। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ক্ষেপণাস্ত্রবাহী পি-৮আই বিমান এসেছে দেশটিতে।

সাবমেরিন বিধ্বংসী এই এয়ারক্রাফ্টের জন্য ২০০৯ সালে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করেছিল ভারত। ইতোমধ্যে আটটি বিমান ভারতীয় নৌবাহিনীর অন্তর্ভুক্ত হয়েছে। গতকাল বুধবার নয় নম্বরটি এসেছে।

লাদাখ সীমান্তে পিছু হটতে রাজি নয় চীন। চুসুল সেক্টরে শেষ বৈঠকে দুই দেশই সেনা সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। তবে চীনের বাহিনীর হাবভাবে পিছিয়ে যাওয়ার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না। আবার ভারত মহাসাগরেও অধিকার ফলাবার চেষ্টা করছে চীন। এই অবস্থায় ভারত মহাসাগরে নজরদারি চালানোর জন্য এমন অস্ত্রবাহী বিমানের প্রয়োজন ছিল নয়াদিল্লী। চীনের ডুবোজাহাজ গোপনে হানা দিলে তা রুখে দিতে পারবে পি-৮আই বিমান।

এর আগে ২০০৯ সালে আটটি পি-৮আই বিমানের জন্য চুক্তি হয়েছিল। এরপরে আরও চারটি বিমানের জন্য ২০১৬ সালে চুক্তি করে ভারত। ২০১৭ সালে ডোকলামে যখন চীন ও ভারতের বাহিনী মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে ছিল, তখনও সমুদ্র সুরক্ষার জন্য পি-৮আই বিমান ভারত মহাসাগরে মোতায়েন করা হয়েছিল।

আনন্দবাজার/টি এস পি 

সংবাদটি শেয়ার করুন