ঢাকা | সোমবার
১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর, আবারও শীর্ষে হংকং

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় আবারও প্রথম স্থান দখল করে নিয়েছে হংকং। এর পরের অবস্থানটি অর্থাৎ দ্বিতীয় স্থানে রয়েছে সুইজারল্যান্ডের জুরিখ। তৃতীয় স্থানে রয়েছে শিল্প-সংস্কৃতির জন্য প্রসিদ্ধ শহর ফ্রান্সের প্যারিস। জীবনযাত্রার ব্যয় নিয়ে দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের তৈরি এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গত বছরও ব্যয়বহুল শহরের তালিকায় প্রথম হয়েছিল হংকং। সেই তালিকায় হংকংয়ের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিল সিঙ্গাপুর ও জাপানের ওসাকা। তবে এ বছর তালিকার চতুর্থ স্থানে নেমে গেছে সিঙ্গাপুর। এছাড়া পঞ্চম স্থানে ওসাকার সঙ্গে যৌথভাবে রয়েছে ইসরায়েলের তেল আবিব।

দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের জরিপ অনুযায়ী, করোনার কারণে সিঙ্গাপুরে বিদেশি কর্মী কমে যাওয়ায় ব্যাপক হারে চাহিদাও কমে গেছে। যে কারণে কমে গেছে সেখানকার পণ্যের দাম। একই অবস্থা জাপানের শহর ওসাকাতে। জুরিখ ও প্যারিস গতবারের তালিকায় যৌথভাবে পঞ্চম হলেও করোনায় মার্কিন ডলারের বিপরীতে ইউরো ও সুইস ফ্রাঁর মান বেড়ে যাওয়ায় এবারের তালিকায় এগিয়ে এসেছে।

ইআইইউ’র প্রধান উপাসনা দত্ত বলেন, আগের বছরগুলোতে ঐতিহ্যগতভাবে এশিয়ান শহরগুলো তালিকায় আধিপত্য বিস্তার করেছে। তবে মহামারি এবার এই তালিকার রদবদল করেছে। ব্যাংকক ২০ ধাপ পিছিয়েছে, এখন সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় ৪৬তম স্থানে রয়েছে। যুক্তরাষ্ট্র, আফ্রিকা এবং পূর্ব ইউরোপের শহরগুলো গত বছরের তুলনায় কম ব্যয়বহুল হয়ে উঠেছে। অন্যদিকে পশ্চিমা ইউরোপীয় শহরগুলো ব্যয়বহুল হয়ে উঠেছে। লন্ডন তিন ধাপ এগিয়ে হয়েছে ২০তম। আর ম্যানচেস্টার গত বছরের ৫১তম থেকে এ বছর উঠে এসেছে ৪৬তম স্থানে। অস্ট্রেলিয়ার শহরগুলোর মধ্যে সবচেয়ে ব্যয়বহুল শহর সিডনি (১৫তম), এরপর মেলবোর্ন (১৮তম), ব্রিসবেন (৩৮তম) এবং অ্যাডিলেড (৪৬তম)।

এছাড়া তালিকায় সবচেয়ে বেশি অগ্রসর হয়েছে ইরানের শহর তেহরান। যুক্তরাষ্ট্রের বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে খরচ বেড়ে যাওয়ায় একলাফে ২৭ ধাপ এগিয়েছে শহরটি।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন