ফের করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরীর সব শিক্ষাপ্রতিষ্ঠান ১৯ নভেম্বর থেকে আবারও ছুটি ঘোষণা করা হয়েছে। নগরীতে করোনা সংক্রমণের হার ৩ শতাংশ অতিক্রম করার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নিউইয়র্কের মেয়র ডি ব্লাজিও।
জানানো হয়েছে, ‘থ্যাংকস গিভিং ডে’ পর্যন্ত নগরীর সকল শিক্ষাপ্রতিষ্ঠানে এই ছুটি অব্যাহত থাকবে।
স্থানীয় সময় বুধবার বিকালে সংবাদ সম্মেলনে আসেন মেয়র ব্লাজিওর। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমাদের জন্য খারাপ সংবাদ। নগরীর করোনা পরীক্ষার ফলাফল মূল্যায়ন করে ৩ শতাংশ পজিটিভ পাওয়া যাচ্ছে।
ব্লাজিও আরও বলেন, নিরাপত্তার জন্য স্কুল বন্ধ ঘোষণা করতে হচ্ছে। সব স্কুলভবন সম্পূর্ণ বন্ধ থাকবে। সিদ্ধান্তটি কারও জন্য সুখের নয় বলে উল্লেখ করেন তিনি।
পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত নগরীর সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষাকার্যক্রম ভার্চ্যুয়ালি চলবে।
এ ব্যাপারে নিউইযর্কের সিটি স্কুল চ্যান্সেলর রিচার্ড ক্যারানজা এক বিবৃতিতে বলেন, শিক্ষার্থী, শিক্ষক ও তাদের পরিবারের স্বাস্থ্যনিরাপত্তা আমাদের প্রধান আগ্রাধিকার। এসব বিবেচনা করেই সব স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। আর দেশটির মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নিউইয়র্ক নগরীতে। নগরীটিতে করোনায় আক্রান্ত হয়ে ৩৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
আনন্দবাজার/টি এস পি