দেশের প্রায় সব অঞ্চলেই মাছের সরবরাহ বাড়তে শুরু করেছে। এর জেরে পাইকারি বাজারে দামও আগের তুলনায় কমতে শুরু করেছে।
নারায়ণগঞ্জ নদীবন্দর সংলগ্ন শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে ৩ নম্বর ঘাট এলাকার পাইকারি মাছ বাজারে জাঁকজমক হয়ে উঠেছে ফরমালিনমুক্ত তাজা মাছের বেচাকেনা।
প্রতিদিন ভোর পাঁচটা থেকে সকাল এগারোটা পর্যন্ত ক্রেতা-বিক্রেতাদের পদচারণায় জমজমাট ঐতিহ্যবাহী বাজারটি।
রুই, কাতলা, ইলিশ, বোয়াল, পাঙাস, আইড়, বাঘা আইড়, কোরাল ও রিটাসহ নদীর ছোট বড় বিভিন্ন ধরনের তাজা মাছ এই বাজারে পাওয়া য়ায়। পাশাপাশি হাওর ও সমুদ্রের মাছও মিলছে।
বাজারে ক্রেতাদের নজর বেশি বড় আকৃতির পদ্মার ইলিশ এবং দেশি মাছের দিকে। ৮ থেকে ১০ কেজি ওজনের নদীর পাঙাস, রুই, কাতল, চিতল ও বাঘাইর মাছ এখন পাওয়া যাচ্ছে সস্তায়। টাটকা মাছ পাওয়া যায় বলে নারীরাও এই বাজারে নিয়মিত আসেন মাছ কিনতে।
এই বাজারে শতাধিক আড়ৎদার ও সহস্রাধিক পাইকারি মাছ ব্যবসায়ী বংশ পরম্পরায় ব্যবসা পরিচালনা করছেন। এ বাজারটিতে প্রতিদিন অন্তত দেড় কোটি টাকার মাছ বেচাকেনা হয়।
সূত্র: সময়
আনন্দবাজার/ইউএসএস