ঢাকা | রবিবার
১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

সরবরাহ বাড়ায় কমছে মাছের দাম

দেশের প্রায় সব অঞ্চলেই মাছের সরবরাহ বাড়তে শুরু করেছে। এর জেরে পাইকারি বাজারে দামও আগের তুলনায় কমতে শুরু করেছে।

নারায়ণগঞ্জ নদীবন্দর সংলগ্ন শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে ৩ নম্বর ঘাট এলাকার পাইকারি মাছ বাজারে জাঁকজমক হয়ে উঠেছে ফরমালিনমুক্ত তাজা মাছের বেচাকেনা।

প্রতিদিন ভোর পাঁচটা থেকে সকাল এগারোটা পর্যন্ত ক্রেতা-বিক্রেতাদের পদচারণায় জমজমাট ঐতিহ্যবাহী বাজারটি।

রুই, কাতলা, ইলিশ, বোয়াল, পাঙাস, আইড়, বাঘা আইড়, কোরাল ও রিটাসহ নদীর ছোট বড় বিভিন্ন ধরনের তাজা মাছ এই বাজারে পাওয়া য়ায়। পাশাপাশি হাওর ও সমুদ্রের মাছও মিলছে।

বাজারে ক্রেতাদের নজর বেশি বড় আকৃতির পদ্মার ইলিশ এবং দেশি মাছের দিকে। ৮ থেকে ১০ কেজি ওজনের নদীর পাঙাস, রুই, কাতল, চিতল ও বাঘাইর মাছ এখন পাওয়া যাচ্ছে সস্তায়। টাটকা মাছ পাওয়া যায় বলে নারীরাও এই বাজারে নিয়মিত আসেন মাছ কিনতে।

এই বাজারে শতাধিক আড়ৎদার ও সহস্রাধিক পাইকারি মাছ ব্যবসায়ী বংশ পরম্পরায় ব্যবসা পরিচালনা করছেন। এ বাজারটিতে প্রতিদিন অন্তত দেড় কোটি টাকার মাছ বেচাকেনা হয়।

 

সূত্র: সময়

 

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন