ঢাকা | শুক্রবার
২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

এবার সফলতা পেলো চীনের ভ্যাকসিন

চীনের তৈরিকৃত করোনাভাইরাসের ভ্যাকসিনটি মধ্যপর্যায়ের ট্রায়ালে সফলতা পেয়েছে। আজ বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, এ ভ্যাকসিন নিয়ে কাজ করা গবেষকরাই এমন দাবি করছেন।

গবেষকরা জানান, এ ট্রায়ালে ৭০০ মানুষের ওপর কাজ করা হয়েছে। যেখানে সিনোভেক বায়োটেকের তৈরিকৃত করোনার ভ্যাকসিনটি দ্রুত ইমিউন তৈরিতে সক্ষম হয়েছে।

ইউরোপ-আমেরিকার তৈরিকৃত ভ্যাকসিনগুলোর ৯০ শতাংশের বেশি কার্যকারিতার প্রতিবেদন প্রকাশের পরই এমন ঘোষণা দিলেন চীনের গবেষকরা।

সম্প্রতি মহামারী করোনাভাইরাস প্রতিরোধে তৈরিকৃত সম্ভাব্য ভ্যাকসিন প্রায় ৯৫ শতাংশ ক্ষেত্রে কার্যকর বলে দাবি করেছে এর প্রস্তুতকারক মার্কিন জৈবপ্রযুক্তি কোম্পানি মর্ডানা। গত সোমবার বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

আনন্দবাজার/টি এস পি 

সংবাদটি শেয়ার করুন