ঢাকা | রবিবার
২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

সিরিয়ায় ইসরায়েলের বিমান হামলায় নিহত ৩

সিরিয়ার রাজধানী দামেস্কে দেশটির সেনাবাহিনী ও সিরিয়ায় মোতায়েন ইরানি কুদস বাহিনীর ঘাঁটিতে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, আজ বুধবার ভোরে তাদের বিমানগুলো সিরিয়ার সেনাবাহিনী ও কুদস বাহিনীর গুদাম, সামরিক স্থাপনা ও সিরিয়ার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ওপর আঘাত হেনেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইরান ও সিরিয়ার বাহিনীগুলো ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে বিস্ফোরক ডিভাইস পেতেছে, হামলার পর দেওয়া বিবৃতিতে এমন অভিযোগ করেছে ইসরায়েল।

সিরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এসএএনএ জানায়, দামেস্কে ‘ইসরায়েলি আগ্রাসনে’ সামরিক বাহিনীর তিন সদস্য নিহত ও একজন আহত হয়েছেন।

নিজেদের বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, মঙ্গলবার তারা গোলান মালভূমির ইসরায়েলি অংশে আইইডি (বিস্ফোরক ডিভাইস) পেয়েছে যেগুলো ইরানি বাহিনীগুলোর নেতৃত্বে সিরীয়দের একটি ছোট দল পেতে রেখেছিল।

বিবৃতিতে বলা হয়, আইইডি পাওয়ার এই ঘটনা ফের সিরিয়ায় ইরানিদের ‘প্রভাব বিস্তারের পরিষ্কার প্রমাণ হাজির করেছে’ বলে।

রয়টার্স জানায়, সিরিয়ার গৃহযুদ্ধের পুরোটা সময়জুড়ে যেসব বেসামরিক বাহিনী দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের হয়ে লড়াই করেছে তাদের পরিচালনার ক্ষেত্রে আল কুদস বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

আনন্দবাজার/টি এস পি 

সংবাদটি শেয়ার করুন