ঢাকা | রবিবার
২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

শেয়ারবাজারে সূচক পতনে লেনদেন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের পতনে লেনদেন চলছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দাম কমেছে। এদিন বেলা ১১টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে ১৪৬ কোটি ২৫ লাখ টাকার শেয়ারের হাতবদল হয়েছে।

শেয়ারবাজারের সূত্র অনুসারে, ঢাকা স্টক এক্সচেঞ্জ প্রধান বা ডিএসইএক্স সূচক ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮৯০ পয়েন্টে। বাকি সূচকগুলোর ভিতরে ডিএসইএস অথবা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১২৪ পয়েন্টে ও ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬৯৬ পয়েন্টে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে ৩০৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার হাতবদল হয়েছে। এর মাঝে মূল্য বৃদ্ধি পেয়েছে ৭৮টির, কমেছে ১৪৬টির আর অপরিবর্তিত আছে ৮৪টির।
এদিকে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। সিএসইতে টাকার অংকে ৪ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন