ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

অক্টোবরে সয়াবিন আমদানি বেড়েছে চীনে

বিশ্বের শীর্ষ সয়াবিন আমদানিকারক দেশ চীন। করোনা মহামারির ধকল কাটিয়ে কৃষিপণ্যটির আমদানি বাড়িয়েছে চীনা আমদানিকারকরা। এর জেরে গত অক্টোবরে দেশটিতে সয়াবিন আমদানির পরিমাণ আগের বছরের একই সময়ের তুলনায় ৪০ শতাংশের বেশি বেড়ে ৮৭ লাখ টনের কাছাকাছি পৌঁছেছে।

চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের সর্বশেষ মাসভিত্তিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, চলতি বছরের অক্টোবরে আন্তর্জাতিক বাজার থেকে চীনা আমদানিকারকরা সর্বমোট ৮৬ লাখ ৯০ হাজার টন সয়াবিন আমদানি করেছেন। এক বছরের ব্যবধানে দেশটিতে কৃষিপণ্যটির আমদানি বেড়েছে ৪১ শতাংশ।

আগের বছরের একই সময়ের তুলনায় গত অক্টোবরে চীনে কৃষিপণ্যটির আমদানি বেড়েছে ২৫ লাখ ১০ হাজার টন।

চীনের সরকারি তথ্যানুযায়ী, চলতি বছরের অক্টোবরে ব্রাজিল থেকে চীনের বাজারে সবচেয়ে বেশি সয়াবিন আমদানি হয়েছে। এ সময় যুক্তরাষ্ট্র থেকেও কৃষিপণ্যটির আমদানি বাড়তির দিকে ছিল।

এ বিষয়ে কৃষিপণ্যবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান কোফেডের বিশ্লেষক ঝি হুইলান বলেন, যুক্তরাষ্ট্র থেকে চীনে সয়াবিন আমদানি ধীরে ধীরে বাড়ছে। এটা খুবই ইতিবাচক লক্ষণ। এর মধ্য দিয়ে দুই দেশের মধ্যকার চলমান বাণিজ্য বিরোধ নিরসনের ইঙ্গিত মিলছে।

মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর চীনা আমদানিকারকরা আন্তর্জাতিক বাজার থেকে সর্বমোট ৯ কোটি ৬০ লাখ টন সয়াবিন আমদানি করতে পারেন। এক বছরের ব্যবধানে দেশটিতে কৃষিপণ্যটির আমদানি বাড়তে পারে ২ দশমিক ১৩ শতাংশ। চীনের ইতিহাসে এটাই হবে সবচেয়ে বেশি সয়াবিন আমদানির রেকর্ড।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন