ঢাকা | বৃহস্পতিবার
১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ইলিশের কেজি ৯০০ টাকা

ভোরের আলো ফুটতেই সরগরম হয়ে উঠে মাওয়া মৎস্য আড়ত। পদ্মা তীরের জেলেরা ইলিশ ধরে নিয়ে আসেন এ আড়তে। ইলিশের পাশাপাশি নানা রকম দেশীয় তাজা মাছের পসরাও বসেছে। মাছের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দাম কেজিপ্রতি ২০ থেকে ১০০ টাকা পর্যন্ত কমেছে। 

অর্ধশতাব্দী প্রাচীন এই হাটে দিন দিন ইলিশের কদর বেড়েই চলেছে, বেড়েছে সরবরাহও। এক বিক্রেতা বলেন, মাছের ভালো দামেই বিক্রি করছি। একই সঙ্গে তাজা মাছ কিনতে পেরে খুশি হচ্ছেন ক্রেতারা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে হাটে গিয়ে দেখা যায়, প্রতি কেজি বড় ইলিশ ৯০০-৯৫০ টাকা, ছোট ইলিশ ৪০০-৬৫০ টাকা, রিটা ৯০০- ১৫০০ টাকা, চিতল ৩০০-৯০০ টাকা, চিংড়ি ৫৫০-১৩০০ টাকা, নদীর পাঙাশ ৭০০- ৮০০ টাকা, আইড় ৫০০-১৩০০ টাকা, বোয়াল ৭০০-১২০০ টাকা, সরপুঁটি ১০০-১৪০ টাকা দরে বিক্রি করা হয়েছে।

আরও পড়ুন: নায্য দাম পাওয়ায় খুশি মৎস্য শিকারিরা

মাওয়া মৎস্য আড়তের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম বলেন, হাটের জায়গা কম হওয়ায় বেচাকেনায় সমস্যা হচ্ছে। তাই সরকারের কাছে অনুরোধ এই হাটের জন্য যেন পর্যাপ্ত জমির ব্যবস্থা করা হয়।

আড়াই ঘণ্টার এই ইলিশ হাটে ইলিশ ছাড়াও পাঙাশ, আইড়, বোয়াল, চিংড়ি, কই-শিংসহ দেশি তাজা হরেক রকমের মাছ বিক্রি করেন।

 

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন