ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শেয়ার বাজারে সূচকের উত্থানে লেনদেন শেষ

দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে মঙ্গলবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে আগের দিনের চেয়ে টাকার অংকে লেনদেনের পরিমানও বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের অবস্থাও একই রকম।

ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৭৯০ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ৭৫ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৭৯০ কোটি ১৫ লাখ টাকার।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৪৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর ভিতরে মূল্য বেড়েছে ১৪৯টির, আর কমেছে ১২৭টির এবং মূল্য অপরিবর্তিত আছে ৭১টি কোম্পানির।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৯ পয়েন্টে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫৬টি প্রতিষ্ঠানের মাঝে শেয়ার মূল্য বৃদ্ধি পেয়েছে ১১১টির, কমেছে ৪৫ টির এবং অপরিবর্তিত আছে ১০০টির মূল্য। আজ সিএসইতে ২২ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন