নতুন ফিচার আনছে ফেসবুকের মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ। সাত দিন আগের মেসেজ মুছে যাওয়া, হোয়াটসঅ্যাপ পে, শপিং ফিচারের পর এবার নয়া ইমোজি, অ্যাডভান্সড ওয়ালপেপার নিয়ে আসছে প্রতিষ্ঠানটি। এছাড়াও ‘রিড লেটার’ নামে একটি ফিচার আসতে চলেছে।
ভ্যাকেশন মোড ফিচারের জায়গায় রিড লেটার ফিচারটি আনা হচ্ছে। নতুন এই ফিচারটিতে ইউজাররা আর্কাইভড চ্যাটে নতুন মেসেজ এলেও তার নোটিফিকেশন দেখাবে না। এছাড়া একাধিক নতুন ইমোজিও আনতে চলেছে হোয়াটসঅ্যাপ।
সম্প্রতি হোয়াটসঅ্যাপ অ্যাডভান্সড ওয়ালপেপার ফিচার নিয়ে এসেছে। এই ফিচারটিতে ইউজাররা সহজেই প্রত্যেকটি চ্যাটের জন্য আলাদা আলাদা ওয়ালপেপার সেট করতে পারবেন। ইতোমধ্যে এই ফিচারের দেখাও মিলেছে কিছু বেটা ভার্সনে ।
এছাড়া নতুন ফিচারটিতে ইউজাররা ৩২ টি ব্রাইট ওয়ালপেপার এবং ২৯টি ডার্ক ওয়ালপেপারও পাবেন। থাকছে ইচ্ছেমতো ওয়ালপেপার তৈরি করার ব্যবস্থাও।
আনন্দবাজার/টি এস পি