ঢাকা | শুক্রবার
২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

দিল্লীতে রহস্যজনক তেল বৃষ্টি

ভারতের রাজধানী নয়া দিল্লীর দূষণের কথা কারও কাছেই অজানা নয়। তবে এবার এক আশ্চর্য দূষণের কথা জানিয়েছে দিল্লীর বাসিন্দারা। দমকল দপ্তরে ফোন করে বাসিন্দারা জানিয়েছেন, দিল্লীতে তেল বৃষ্টি হচ্ছে।

দিল্লীর বাতাস ধোঁয়ায় আচ্ছন্ন থাকে বলে এটি সবচেয়ে দূষিত নগরী হিসাবে পরিচিত। কিন্তু বৃষ্টির পানির সঙ্গে তৈলাক্ত পদার্থ নির্গত হওয়ার কথা এবারই প্রথম জানলো সবাই। আর এমন অদ্ভূত বৃষ্টিতে বেশ অবাক হয়েছেন তারা।

ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, দিল্লীতে বৃষ্টির পানির সঙ্গে তেল নির্গত হওয়ার ঘটনা ঘটেছে। এতে রাস্তা পিচ্ছিল হয়ে বেশ কয়েকটি মোটর সাইকেল দুর্ঘটনার স্বীকার হয়েছে। এছাড়া গাড়ি চলতে খুব সমস্যা হচ্ছে সেখানে।

এদিকে দমকল দপ্তরে এ সমস্যার কথা জানিয়ে প্রায় ৪০ জন যোগযোগ করেছিল। প্রায় সব অঞ্চলেই এ সমস্যা হয়েছে। তবে এমন রহস্যজনক বৃষ্টির বিষয়ে এখনও কোনও ব্যাখা পাওয়া যায়নি।

দমকল দপ্তর প্রাথমিকভাবে ধারণা করছে, শীত বৃদ্ধির সঙ্গে সঙ্গে দূষণের মাত্রা বৃদ্ধি পাওয়া এ ধরনের সমস্যা তৈরি হতে পারে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন