মানিকগঞ্জের আরিচা ঘাটের ঐতিহ্যবাহী মৎস্য আড়তে জমে উঠেছে দেশীয় মাছের বেচাকেনা। নদী ও মুক্ত জলাশয়ে পানি কমে আসায় জেলেদের জালে ধরা পড়ছে বড় বড় মাছ। নায্য দাম পাওয়ায় খুশি মৎস্য শিকারি ও ব্যবসায়ীরা।
ঐতিহ্যবাহী আরিচা ঘাটের মৎস্য আড়তটি প্রায় ২০০ বছরের পুরোনো বলে জানা গেছে।
রবিবার (১৬ নভেম্বর) বাজারে গিয়ে দেখা যায়, প্রতি কেজি কার্প ১৮০-২০০ টাকা, পাঙ্গাশ ৮০০-৯০০ টাকা, গাইরা ৪০০-৪২০ টাকা, ইলিশ ৯০০-৯৫০ টাকা, বড় আইড় ৮০০-৯০০ টাকা, ছোট আইড় ৩০০-৪০০ টাকা, শোল ৩০০-৩৫০ টাকা দামে বিক্রি হচ্ছে।
মানিকগঞ্জের আরিচা মৎস্য আড়ত থেকে প্রতিদিন অর্ধশতাধিক আড়তদারদের মাধ্যমে জেলাসহ রাজধানীর বিভিন্ন স্থানে মাছ রফতানি হয়ে থাকে। এ বাজার থেকে দুই শতাধিক পাইকারদের সরগরমে অর্ধকোটি টাকার পদ্মা-যমুনা, ইছামতিসহ মুক্ত জলাশয়ের দেশীয় মাছ বেচাকেনা হয়।
আনন্দবাজার/ইউএসএস