ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

লোকসানের ভয়ে পেঁয়াজ পড়ে আছে বন্দরে

বিভিন্ন দেশ থেকে আমদানি করা বিপুল পরিমাণ পেঁয়াজ পড়ে রয়েছে চট্টগ্রাম বন্দরে। বন্দর চত্বরের হিমায়িত কন্টেইনার খালাসের অপেক্ষায় আছে প্রায় ২৯ হাজার টন পেঁয়াজ।

আমদানিকারকরা জানিয়েছেন, বিভিন্ন দেশে থেকে একই সঙ্গে আমদানি করার পর পেঁয়াজের দাম কমে গেছে, তাই খালাস করছেন না তারা। যদিও বাজারে পণ্যটির দাম কমার কোনও সুফল ভোগ করতে পাচ্ছেন না ক্রেতারা।

ভারত সরকার রপ্তানি বন্ধের পর মিশর, মায়ানমার, তুরুস্ক, ও পাকিস্তান থেকে পেঁয়াজ আমদানি শুরু করেন ব্যবসায়ীরা। গত ১৫ সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত মোট ১ লাখ ৪০ হাজার টন পেঁয়াজ আমদানির ঋণপত্র খোলা হয়েছে।

উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের হিসেবে, গত রবিবার পর্যন্ত প্রায় ৪৪ হাজার টন পেঁয়াজ খালাস হয় এবং খালাসের অপেক্ষায় আছে আরও ২৬ হাজার টন। যদিও লোকসানের ভয়ে বন্দর থেকে পেঁয়াজ খালাস করতে চাচ্ছেন ব্যবসায়ীরা। অপরদিকে আমদানি পর্যাপ্ত হলেও কম দামে পণ্যটি পাচ্ছেন না ক্রেতারা।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম বলেছেন, পণ্য খালাস না করলেই দাম বাড়বে, যার প্রভাব পড়বে ভোক্তার উপর।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন