ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

অস্কার মনোনয়নের জন্য বাংলাদেশি চলচ্চিত্রের আহ্বান

অস্কার মনোনয়নের জন্য বাংলাদেশি ছবিকে আহ্বান করেছে অস্কার বাংলাদেশ কমিটি। ৯৩তম অস্কার প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্যই এই আহ্বান করা হয়েছে। তবে নির্বাচিত চলচ্চিত্রটি অস্কারের বিদেশি ভাষার প্রতিযোগিতা বিভাগে লড়াই করবে।

জানা গেছে, ২০১৯ সালের ১ অক্টোবরের পর মুক্তি পাওয়া বাংলাদেশের প্রেক্ষাগৃহে ধারাবাহিকভাবে টানা ৭ দিন প্রদর্শিত ইংরেজি সাবটাইটেলসহ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বাছাই করারা প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে।

পরে এটি চূড়ান্ত বাছাই করে অস্কার মনোনয়নের জন্য পাঠানো হবে। ইতোমধ্যে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের উদ্যোগে চলচ্চিত্র ব্যক্তিত্ব হাবিবুর রহমান খানকে চেয়ারম্যান করে ৯ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

এ বিষয়ে অস্কার কমিটি বাংলাদেশের মিডিয়া কোঅর্ডিনেটর রবিন শামস বলেন, বাছাই প্রক্রিয়ায় অংশ নেয়ার জন্য আগ্রহীদের আশীর্বাদ চলচ্চিত্র (৭/৯ ইস্টার্ন কমার্শিয়াল কমপ্লেক্স, ৭৩ কাকরাইল) থেকে ছবি জমার ফরম এবং বিস্তারিত নিয়মাবলিপত্র সংগ্রহ করতে হবে। পরে উপরোক্ত ওই ঠিকানায় আগামী ২২ নভেম্বর বেলা ৫টার মধ্যে জমা দিতে হবে।

৯৩তম অস্কারের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান ২০২১ সালে ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে। বরাবরের মত যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেওয়া হবে পুরস্কার। বিদেশি ভাষার চলচ্চিত্র সেগুলোরই একটি বিভাগ।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন