ঢাকা | বৃহস্পতিবার
১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বীরঙ্গনাদের নিয়ে নির্মিত হলো ‘জননী জন্মভূমি’

একাত্তরের বীরঙ্গনাদের গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘জননী জন্মভূমি’। নির্মাণ করেছেন নির্মাতা নাদিয়া আফরিন। সম্প্রতি গাজীপুরের বিভিন্ন মনোরম লোকেশনে ছবিটির দৃশ্যধারণ শেষ হয়েছে।

এ ছবিতে বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন নবীন অভিনেত্রী তনামি হক। আরও অভিনয় করেছেন অভিনেত্রী আনোয়ারা, মাহমুদুল হাসান মিঠু (বড়দা মিঠু), ফারজানা ছবি, পীরজাদা হারুন, শেলী আহসান, ফারজানা জয়াসহ অনেকে।

ছবিটি প্রসঙ্গে তনামি হক বলেন, ক্যারিয়ারের তৃতীয় ছবিতে অভিনয় করলাম। এখানে আনোয়ারা ম্যাডামের ছোট বেলার চরিত্রে অভিনয় করেছি। চরিত্রের নাম রোকেয়া। বীরাঙ্গনাদের গল্পে ছবিটি নির্মাণ করা হয়েছে। এ ধরনের গল্পে কাজ করতে পেরে বেশ লাগছে।

ক্যারিয়ারের শুরুতে এমন একটি কাজে সুযোগ দেয়ায় নির্মাতার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তনামি বলেন, শোবিজের শুরুতে ভিন্ন ধারার একটি গল্পে কাজ করতে পেরে ভালো লাগছে। কাজের সংখ্যা না বাড়িয়ে এ রকম ভালো কিছু কাজ করতে চাই। নাদিয়া আপুকে ধন্যবাদ জানাই এমন একটি ভালো কাজে যুক্ত করার জন্য।

‘জননী জন্মভূমি’ চলচ্চিত্র উৎসবের জন্য নির্মিত হয়েছে। ছবিটি টেলিভিশনে প্রিমিয়ার হবে।

তনামি হক এর আগে মালেক আফসারী পরিচালিত ‘পাসওয়ার্ড’ ও জাকির হোসের রাজু পরিচালিত ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবিতে অভিনয় করেন।

সূত্র : বণিক বার্তা

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন