ঢাকা | মঙ্গলবার
২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

চীনে আকরিক লোহার বড় উল্লম্ফন

সপ্তাহের শেষ কার্যদিবসে চীনে আকরিক লোহার বাজার দরপতনের মধ্য দিয়ে গেছে। কিন্তু ধাতুটির সাপ্তাহিক বাজার পরিস্থিতি ছিল চাঙ্গা। সর্বশেষ সপ্তাহে ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে ব্যবহারিক ধাতুটির গড় দামে তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ উল্লম্ফন দেখা যায়।

মূলত চাহিদায় চাঙ্গা ভাবের জের ধরে দেশটিতে আকরিক লোহার সাপ্তাহিক বাজারে বড় উল্লম্ফন দেখা দিয়েছে বলে জানান খাতসংশ্লিষ্টরা।

ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে সপ্তাহের শেষ কার্যদিবসে প্রতি টন আকরিক লোহা ৮৩২ দশমকি ৫০ ইউয়ান (চীনা মুদ্রা) বা ১২৫ ডলার ৬৭ সেন্টে বিক্রি হয়েছে। আগের দিনের তুলনায় ব্যবহারিক ধাতুটির দাম কমেছে দশমিক ৮ শতাংশ।

তবে সপ্তাহজুড়ে আকরিক লোহার গড় দাম আগের সপ্তাহের তুলনায় ৫ দশমিক ৩ শতাংশ বেড়েছে। গত আগস্টের প্রথম সপ্তাহের পর এটাই চীনের বাজারে আকরিক লোহার সাপ্তাহিক দামে সবচেয়ে বড় উল্লম্ফন।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন