প্রযুক্তির অন্যতম আবিষ্কার ড্রোনের মাধ্যমে ঔষধ পৌঁছে দেবার সেবা চালু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের কুরিয়ার কোম্পানি ইউনাইটেড পার্সেল সার্ভিস (ইউপিএস)। মার্কিন যুক্তরাষ্ট্রের সিভিএস হেলথ কর্পোরেশনের সঙ্গে যৌথভাবে ঔষধ সরবরাহের কাজ করবে তারা।
সিভিএস এক বিবৃতিতে বলেছে, দ্রুত ঔষুধ ডেলিভারি পেলে গ্রামাঞ্চলের মানুষেরা অনেক উপকার পাবে। ইউপিএসের ড্রোনগুলো প্রায় পাঁচ পাউন্ড পর্যন্ত ওজন বহন করতে পারবে। নির্দিষ্ট রুটে উড়ে বাড়িতে বাড়িতে ঔষুধের প্যাকেট পৌঁছে দেওয়ায় তাদের লক্ষ্য। এর সাহায্যে ৫ থেকে ১০ মিনিটের মধ্যেই রোগীকে ঔষধ পাঠানো সম্ভব হবে।
ইউপিএস এর তথ্যমতে, সরকারি প্রকল্পের আওতায় সীমিতভাবে নর্থ ক্যালিফোর্নিয়ার হাসপাতালগুলোতে প্রায় ১১শ’ চিকিৎসা সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। আগামী কয়েক সপ্তাহের ভেতর ইউটাহ হাসপাতালেও এ সেবা চালু করা হবে।
ইতোমধ্যে ইউপিএস যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের কাছ থেকে ড্রোন চালানোর ছাড়পত্র পেয়ে গেছে। তবে তারা ঠিক কবে থেকে পুরোপুরি ড্রোন দিয়ে ডেলিভারি সেবা দেবে তা এখনো জানা যায়নি।
আনন্দবাজার/শাহী