ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ওয়াশিংটনে ট্রাম্প সমর্থকদের বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের ডিসিতে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কয়েক হাজার সমর্থকরা বিক্ষোভ করেছে। জানা গেছে, গতকাল শনিবার হোয়াইট হাউজের খুব কাছেই এই সমাবেশ এবং পদযাত্রা করে ট্রাম্প সমর্থকরা।

বিক্ষোভের সময় তারা নির্বাচন সুষ্ঠু হয়নি বলে দাবি করে ট্রাম্পের পক্ষে স্লোগান দেয়। ডানপন্থি সংগঠনগুলোর পাশাপাশি ওই সমাবশে অংশ নেয় বেশ কয়েকটি সশস্ত্র মিলিশিয়া গ্রুপ।

তাদের অভিযোগ, ট্রাম্পের কাছ থেকে ভোট চুরি করে নিয়ে যাওয়া হয়েছে। শুধু ওয়াশিংটনেই নয় ট্রাম্পের সমর্থকেরা বিক্ষোভ করেছে আরও বেশ কয়েকটি বড় শহরে। এবারের নির্বাচনে হারার পর থেকেই বিভিন্ন ধরনের জালিয়াতির অভিযোগ তুলে সমর্থকদের বিক্ষুব্ধ করে তুলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি নানা ধরণের উসকানিমূলক বক্তব্যও দিচ্ছেন তারা।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন