ইথিওপিয়ার যুদ্ধ কবলিত তিগ্রাই অঞ্চলে টেলিফোন ও ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ার পর সেখানে আটকা পড়েছেন বাংলাদেশের পোশাক তৈরি প্রতিষ্ঠান ডিবিএল গ্রুপের ১০৪ জন কর্মী।
ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার জানান, সেখানে ডিবিএলের কারখানা এলাকায় বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। আক্রান্ত এলাকায় আটকা পড়েছেন ১০৪ জন শ্রমিক।
তিনি বলেন, শ্রমিকদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছি। আমরা জাতিসংঘ মিশন, ইথিওপিয়ার বিনিয়োগ কর্তৃপক্ষ ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছি। যেহেতু সংঘাতের কারণে সেখানে এখন উৎপাদনের কাজ বন্ধ রয়েছে তাই তাদেরকে কীভাবে দ্রুত সরিয়ে আনা যায় সে বিষয়ে আমরা চেষ্টা করছি।
ইথিওপিয়ায় বাংলাদেশ দূতাবাসের এক ফেইসবুক বার্তায় বলা হয়, যুদ্ধাক্রান্ত তিগ্রাই অঞ্চলের আঞ্চলিক রাজধানী মেকেলে থেকে বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে, সেখানে থাকা বাংলাদেশিরা এখন পর্যন্ত সবাই সুস্থ ও নিরাপদে আছেন। তাদেরকে উদ্ধার করার ব্যাপারে চিন্তাভাবনা চলছে এবং এ বিষয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাসমূহের সহযোগিতার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আনন্দবাজার/ইউএসএস