ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সোনার দরপতন

ফাইজার এবং বায়োএনটেক কোম্পানির উদ্ভাবিত ভ্যাকসিন কভিড-১৯ প্রতিরোধে ৯০ শতাংশ সাফল্য দেখিয়েছে এমন খবরে গত সোমবার বিশ্ববাজারে বড় ধরনের দরপতনের মধ্যে পড়েছে সোনা। একদিনে প্রতি আউন্স সোনার দাম ৯৪ ডলার কমে যায়।

বিশ্ববাজারে এমন দরপতনের কারণে বাংলাদেশে সোনার দাম বাড়ার উদ্যোগ নিয়েও পিছু হটে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

এ বিষয়ে বাজুসের সংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশের বাজারে স্বর্ণের দাম বাড়া বা কমা নির্ভর করে বিশ্ববাজারের ওপর। বিশ্ববাজারে সোনার দাম বাড়লে বাংলাদেশেও দাম বাড়ানো হয়। একইভাবে বিশ্ববাজারে কমলে দেশেও দাম কমে।

গত সপ্তাহের আগের সপ্তাহে বিশ্ববাজারে সোনার দামে বড় ধরনের উত্থান হয়। এ কারণে দেশেও দাম বাড়ানোর উদ্যোগ নেয়া হয়। কিন্তু সোমবার বিশ্ববাজারে সোনার দামে বড় পতন হয়। এ পতনের কারণেই সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে আসে বাজুস।

 

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন