ঢাকা | শুক্রবার
১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কাশ্মীর : ভারত-পাকিস্তান সীমান্তে গোলাবর্ষণে নিহত ১০

কাশ্মীরে ভারত ও পাকিস্তানের সীমান্তের একাধিক স্থানে গোলাবর্ষণে অন্তত ১০ জন মারা গেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

ভারতের কর্মকর্তারা জানিয়েছেন, গোলাবর্ষণের ফলে ভারতীয় নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর অন্তত তিনজন সদস্য এবং আরও অন্তত তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

এদিকে পাকিস্তানের কর্তৃপক্ষ জানিয়েছে যে ১৫ বছর বয়সী এক কিশোর-সহ চারজন বেসামরিক নাগরিক মারা গেছে। এছাড়া শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছে।

ভারত ও পাকিস্তান দুই পক্ষই অন্য পক্ষের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের অভিযোগ তুলছে। গত শনিবার পাকিস্তানের সৈন্যদের সাথে গোলাগুলিতে ভারতের তিনজন সেনা মারা গিয়েছিল।

সূত্র : বিবিসি।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন