ঢাকা | সোমবার
১৪ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রান্তিক হাটে সবজির দাম কম, শহরে বেশি !

নওগাঁর পাইকারি হাটে বাড়ছে শীতের সবজির সরবরাহ। এতে বেশিরভাগ সবজির দাম কে‌জি‌তে ২০ থেকে ২৫ টাকা পর্যন্ত কমেছে। ত‌বে প্রান্তিক হা‌টে দাম কম‌লেও শহ‌রের বাজারে সুফল পা‌চ্ছেন না ক্রেতারা। আর কাঙ্ক্ষিত দাম না পাওয়ার অভিযোগ কৃষকের।

কৃষক গফুর মিয়া জানান, ক্ষেত থে‌কে তুলে দুই মণ মুলা আর ৩৫ পিস মিষ্টি কুমড়া বিক্রির জন্য হাটে এনেছিলেন। গেল সপ্তাহ থেকে মুলা কে‌জি‌তে ১৫ আর মিষ্টি কুমড়া ১০ টাকা কমে বিক্রি করেছেন।

শীতের নানা জাতের সবজির সরবরাহ বাড়ায় নওগাঁর বদলগাছীর কোলাহা‌টে গফু‌রের মতো অনেক কৃষককেই ২০ থে‌কে ২৫ টাকা ক‌মে বি‌ক্রি কর‌তে হয়েছে সবজি। প্রাকৃতিক দুর্যোগে কম উপাদন আর অধিক খরচে দাম কমায় লোকসা‌নের কথা বল‌ছেন চাষিরা।

প্রান্তিক হা‌টে সবজির দাম কমলেও শহ‌রের বাজারে কমেনি। অবশ্য সব‌জির পাইকারি দ‌াম কমায় কিছুটা স্বস্তি‌ ফি‌রে‌ছে ক্রেতাদের মা‌ঝে।

এদিকে, নওগাঁ বদলগাছী কোলাহাটের ইজারাদার মো. আবু বকর সি‌দ্দিক জানান, আস্তে আস্তে বাজার বড় হওয়ায় জায়গার অভাবে ক্রেতা বিক্রেতাদের ভোগা‌ন্তি‌ হচ্ছে।

সরবরাহ বাড়ায় প্রতি সপ্তাহে ২০ থে‌কে ২৫ লাখ টাকার সব‌জি কেনাবেচা হ‌য় এই হাটে।

সূত্র: সময়

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন