২০২০ সাল শেষে দক্ষিণ-পূর্ব এশিয়ার ইন্টারনেট অর্থনীতি ১০ হাজার ৫০০ কোটি ডলার (১০৫ বিলিয়ন) ছাড়িয়ে যাবে। বৈশ্বিক কভিড-১৯ মহামারীর নতুন বাস্তবতায় ঘরবন্দি মানুষের মধ্যে রিমোট ওয়ার্কের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় এবং বিনোদনের জন্য ইন্টারনেট নির্ভরতা উল্লেখযোগ্য বেড়েছে, যা অঞ্চলটির ইন্টারনেট অর্থনীতির আকার প্রবৃদ্ধিতে ভূমিকা রাখছে।
গত মঙ্গলবার প্রকাশিত এক শিল্প প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে।
শিল্প প্রতিবেদনটিতে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, সিঙ্গাপুর এবং ফিলিপাইনের তথ্য উঠে এসেছে। বলা হয়, দক্ষিণ-পূর্ব এশিয়ায় ইন্টারনেট ব্যবহারকারী দ্রুত বাড়ছে। শুধু চলতি বছরেই অঞ্চলটিতে নতুন চার কোটি ইন্টারনেট ব্যবহারকারী যুক্ত হয়েছে।
এর ফলে দক্ষিণ-পূর্ব এশিয়ায় মোট ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৪০ কোটিতে পৌঁছেছে। প্রতিবেদনে দাবি করা হয়, এখন অঞ্চলটির ৭০ শতাংশ মানুষ ইন্টারনেট সেবার অন্তর্ভুক্ত হয়েছে।
চলতি বছর দক্ষিণ-পূর্ব এশিয়ার ই-কমার্স বাজার ৬৩ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে ৬ হাজার ২০০ কোটি ডলারে পৌঁছেছে। অন্যদিকে, পর্যটন বাজার ৫৮ শতাংশ সংকুচিত হয়ে ১ হাজার ৪০০ কোটি ডলারে দাঁড়িয়েছে।
কভিড-১৯ মহামারীর মুখে পর্যটন খাত ক্ষতিগ্রস্ত হওয়ায় সিঙ্গাপুরের ইন্টারনেট অর্থনীতি ২৪ শতাংশ সংকুচিত হয়ে ৯০০ কোটি ডলারে দাঁড়িয়েছে।
আনন্দবাজার/ইউএসএস