গত সপ্তাহে মূল্য সূচকের সঙ্গে বেশিরভাগ প্রতিষ্ঠানের দরপতন হলেও বেড়েছে লেনদেনের পরিমাণ। বিনিয়োগকারীদের লগ্নিকৃত টাকার পরিমাণ ৪০০ কোটির ওপরে বেড়েছে।
মূলত বড় মূলধনের কোম্পানির শেয়ার দাম বাড়ায় পতনের মধ্যেও এই অর্থের পরিমাণ বেড়েছে। এ কারণে টানা দুই সপ্তাহে ৭ হাজার কোটি টাকা বিনিয়োগ বেড়েছে।
ওই সপ্তাহে ডিএসইতে দাম বাড়ার তালিকায় রয়েছে ১০৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। বিপরীতে দাম কমেছে ১৮৮টির। আর ৭০টির দাম অপরিবর্তিত রয়েছে।
সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৯১১ কোটি ২৮ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৮৪৪ কোটি ৪৯ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ৬৬ কোটি ৭৯ লাখ টাকা বা ৭ দশমিক ৯১ শতাংশ।
গত সপ্তাহে ডিএসইর মোট লেনদেনে ‘এ’ গ্রুপ বা ভালো কোম্পানির অবদান ছিল ৭৮ দশমিক ৪২ শতাংশ। এছাড়া ‘বি’ গ্রুপের ১৫ দশমিক ১২ শতাংশ, ‘জেড’ গ্রুপের দশমিক ৮৫ শতাংশ এবং ‘এন’ গ্রুপের ৫ দশমিক ৬০ শতাংশ অবদান ছিল।
গত সপ্তাহে ডিএসইর মূল বাজারে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হওয়া ১০ কোম্পানির মধ্যে রয়েছে- বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল, বেক্সিমকো, এশিয়া ইন্স্যুরেন্স, ব্র্যাক ব্যাংক, অ্যাসোসিয়েটড অক্সিজেন, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, এডিএন টেলিকম, নিটল ইন্স্যুরেন্স এবং নর্দান ইসলামী ইন্স্যুরেন্স।
আনন্দবাজার/ইউএসএস