মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে অ্যারিজোনা অঙ্গরাজ্যে জয় পাচ্ছেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। আজ শুক্রবার এই তথ্য জানিয়েছে সিএনএনের এক প্রতিবেদন।
অ্যারিজোনা অঙ্গরাজ্যে জয়ের মধ্য দিয়ে ১১টি ইলেকটোরাল কলেজ ভোট বাইডেনের ঝুড়িতে জমা পড়ছে। এতে বাইডেনের ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা দাঁড়াবে ২৭৯।
এদিকে রিপাবলিকান পার্টির প্রার্থী ও বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা ২১৭। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচিত হতে কোনো প্রার্থীর ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোটের দরকার হয়।
এ পর্যন্ত দেশটির ৫০টির মধ্যে ৪৮টি অঙ্গরাজ্যের ভোটের ফলাফল জানা গেছে। এতে ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে ফয়সালা হয়েছে ৫০৭টির এবং বাকি আছে আর ৩১টি।
জর্জিয়া অঙ্গরাজ্যে ১৬টি ও নর্থ ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ১৫টি ইলেকটোরাল কলেজ ভোট আছে। জর্জিয়ায় এগিয়ে আছেন জো বাইডেন এবং নর্থ ক্যালিফোর্নিয়ায় এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প।
আনন্দবাজার/টি এস পি