ঢাকা | বৃহস্পতিবার
১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

‘ব্যাংকের পর্ষদের সভায় বহিরাগত প্রবেশ নিষিদ্ধ’

ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় কোনো অবস্থাতেই কোনো বহিরাগত উপস্থিত থাকতে পারবে না। আজ (১২ নভেম্বর) বৃহস্পতিবার এ বিষয়ে কড়াকড়ি আরোপ করে একটি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সব ব্যাংকের চেয়ারম্যান ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো সার্কুলারে বলা হয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা উপেক্ষা করে কিছু ব্যাংকের পর্ষদ সভায় বহিরাগতের উপস্থিতির খবর সম্প্রতি নজরে এসেছে।

ফলে সভাসমূহে আলোচিত গোপনীয় বিষয়াবলী প্রকাশিত হয়ে যাওয়ায় ব্যাংক-কোম্পানিসহ আমানতকারীরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

নির্দেশনায় বলা হয়, সার্বিক বিষয়াবলী বিবেচনায় এ মর্মে নির্দেশনা প্রদান করা যাচ্ছে যে, কোনো পরিস্থিতিতেই বহিরাগত কোনো ব্যক্তি, বিশেষ প্রয়োজনে পর্ষদ ও পর্ষদের সহায়ক কমিটির সদস্যদের আহ্বান ব্যতিরেকে ব্যাংকের কোনো কর্মকর্তা/কর্মচারী এবং শেয়ারহোল্ডার পরিচালনা পর্ষদ ও পর্ষদের সহায়ক কমিটির সভায় উপস্থিত থাকতে পারবেন না।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন