ঢাকা | শুক্রবার
১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধ করছে ফেসবুক

আগামী এক মাসের জন্য সবধরনের রাজনৈতিক বিজ্ঞাপনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। 

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় অনলাইনে অনেক ভুল তথ্য প্রচার করা হয়েছিল, এর প্রেক্ষিতে সংস্থাটি এ সিদ্ধান্ত নিয়েছে।

ফেসবুকের পাশাপাশি গুগল সবধরনের রাজনৈতিক বিজ্ঞাপন প্রচার করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে।

সূত্রানুযায়ী, ফেসবুক তাদের প্ল্যাটফর্মে বিভ্রান্তিমূলক বিজ্ঞাপন আপাতত বন্ধ রেখেছে। ফেসবুক বিজ্ঞাপনদাতাদের বলেছিল এ নিষেধাজ্ঞা আরও এক মাস স্থায়ী হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো নির্বাচনের ভুল তথ্য রোধ করার জন্য কিছু পদক্ষেপ হাতে নিয়েছে, যেমন- ফেসবুকের লাইভ ভিডিও স্ট্রিমিংয়ের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা বেঁধে দিয়েছে সংস্থাটি।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন