ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

প্রযুক্তি খাতের উন্নয়নে নতুন ভিসা দেবে সিঙ্গাপুর

একটি দেশের প্রযুক্তি খাত যত এগিয়ে যাবে, দেশ ততই উন্নত হবে। সেই দিক নির্দেশনার উপর ভিত্তি করেই সম্প্রতি প্রযুক্তি খাতে কাজের জন্য অভিজ্ঞ বিদেশিদের ভিসা দেবে সিঙ্গাপুর। আজ বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছেন দেশটির বাণিজ্যমন্ত্রী চান চুন সিং।

এদিকে, বার্তা সংস্থা রয়টার্স এর তথ্যমতে, নতুন এ ভিসা প্রদান কর্মসূচি শুরু হবে আগামী জানুয়ারিতে। তার জন্য প্রযুক্তি খাতে ৫০০ জন অভিজ্ঞ কর্মকর্তা দুই বছরের  জন্য ভিসার আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে ভিসার জন্য আবেদনকারীদের পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এই ভিসা নিয়ে দেশটিতে নতুন ব্যবসা পরিচালনা, বিনিয়োগ করা অথবা সিঙ্গাপুরভিত্তিক যেকোনো প্রযুক্তি প্রতিষ্ঠানের পরিচালক হওয়া যাবে।

বাণিজ্যমন্ত্রী চান চুন সিং জানান, ‘টেক-পাসের মাধ্যমে সিঙ্গাপুরের প্রযুক্তি ও প্রতিভা বৃদ্ধি পাবে। পাশাপাশি এ অঞ্চলের জন্য একটি শীর্ষস্থানীয় টেক হাব হিসেবে আমাদের অবস্থান আরো সুদৃঢ় হবে।’

একইসাথে সাম্প্রতিক বছরগুলোতে আকর্ষণীয় অনুদান এবং প্রণোদনা দিয়ে বিনিয়োগকারীদের আকৃষ্ট করার চেষ্টা করছে সিঙ্গাপুর। ফেসবুক, অ্যালফাবেটের, গুগল টেনসেন্ট এবং আলিবাবার মতো চীনা প্রযুক্তি রয়েছে তাদের আগ্রহের তালিকায়।

উল্লেখ্য, করোনা মহামারির কারণে সিঙ্গাপুরে ১৬ বছরের সর্বোচ্চ বেকারত্ব হার বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে বিদেশি কর্মী নিয়োগে স্থানীয়দের প্রতিযোগিতা নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

এছাড়াও এরই মধ্যে সিঙ্গাপুরের বিভিন্ন প্রতিষ্ঠান অভিবাসীদের জন্য কড়াকড়ি বাড়িয়েছে। সেখানে বিদেশি কর্মীদেরই প্রথমে ছাটাই করতে উৎসাহিত করা হচ্ছে।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন