ঢাকা | শনিবার
৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জনসমক্ষে নীরব ডোনাল্ড ট্রাম্প

সপ্তাহখানেক পরে আবার জনসমক্ষে এসেছেন ডোনাল্ড ট্রাম্প। ভেটারেন্স ডের অনুষ্ঠানে উপস্থিত হলেও নির্বাচনের ফল নিয়ে মুখ খুললেননি তিনি। এ সময় সাংবাদিকরা প্রশ্ন করলেও নির্বাচনের ফলাফল নিয়ে কোনও মন্তব্য করেননি ট্রাম্প।

এক সেনা কর্মকর্তার সমাধিতে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানিয়েই ফিরে যান ডোনাল্ড ট্রাম্প। এর তাকে শেষ প্রকাশ্যে দেখা গেছিল গত বৃহস্পতিবার, সাংবাদিক সম্মেলনে। তারপর টানটান উত্তেজনার মধ্যে পেনসিলভানিয়াসহ কয়েকটি রাজ্যে ভোটের ফল প্রকাশিত হয়েছে। সেখানে জিতে বাইডেন এখন প্রেসিডেন্ট ইলেক্ট।

তবে ডোনাল্ড ট্রাম্প এখনো সেই ফল মানতে না রাজ। এরপর তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। গত বৃহস্পতিবারের পর ট্রাম্প আবার হোয়াইট হাউসের বাইরে পা রাখলেন বুধবার। ভেটারেন্স ডে-র অনুষ্ঠানে মুখে মাস্ক ছাড়াই উপস্থিত হন তিনি। এ সময় কিঞ্চিৎ গম্ভীরও দেখা যায় তাঁকে।

সূত্র : ডয়চে ভেলে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন