ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

২০২১ সালে সব ব্যাংকের সরকারি ছুটি ২৪ দিন

আসন্ন নতুন বছরে কেন্দ্রীয়সহ দেশের সব ব্যাংকে ২৪ দিন সরকারি ছুটি থাকবে। কেন্দ্রীয় ব্যাংক বৃহস্পতিবার সরকারি ছুটির এ তালিকা প্রকাশ করে তা সার্কুলার আকারে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়ে দিয়েছে।

সার্কুলারে বলা হয়, সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৪ শাখার নির্দেশ অনুযায়ী দেশের সব তফসিলি ব্যাংকের ছুটির তালিকা করা হয়েছে। এ বিষয়ে ব্যাংকগুলোর সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।

ছুটির তালিকায় রয়েছে- ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, ২৯ মার্চ শব-ই-বরাত, ১৪ এপ্রিল বাংলা নববর্ষ, ১ মে শ্রমিক (মে) দিবস, ৭ মে জুমাতুল বিদা, ১০ মে শবে কদর, ১৩, ১৪ ও ১৫ মে ঈদুল ফিতর এবং ২৬ মে বুদ্ধ পূর্ণিমা।

বছরের দ্বিতীয় ভাগে ছুটির তালিকায় আছে- ১ জুলাই ব্যাংক হলিডে, ২০, ২১ ও ২২ জুলাই ঈদুল আজহা, ১৫ অগাস্ট জাতীয় শোক দিবস, ১৯ অগাস্ট আশুরা, ৩০ অগাস্ট শুভ জন্মাষ্টমী, ১৫ অক্টোবর দুর্গাপূজা (বিজয়া দশমী), ১৯ অক্টোবর ঈদে মিলাদুন্নবী (সা.), ১৬ ডিসেম্বর বিজয় দিবস, ২৫ ডিসেম্বর বড়দিন এবং ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন