ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সবকটি সূচক বেড়েছে সিএসইতে

দেশের  অপর প্রধান শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্য সূচক বেড়েছে। সেইসঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণও। তবে এর আগের কার্যদিবসে সিএসইতে মূল্য সূচকের নিম্নমূখীতায় লেনদেন শেষ হয়েছিলো।

আজ (১২ নভেম্বর) বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএএসপিআই ৬০ পয়েন্ট কমেছে। বাজারটিতে লেনদেন হয়েছে ২৭ কোটি ৯৬ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ২৬৭টি প্রতিষ্ঠানের মধ্যে ১১১টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৮০টির এবং ৭৬টির দাম অপরিবর্তিত রয়েছে।

গতকাল সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই ৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৮ পয়েন্টে। বুধবার সিএসইতে হাত বদল হওয়া ২৬১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৬৮টির, কমেছে ১৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির দর। আর লেনদেন হয়েছে ২৮ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন