ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইরানের বিরুদ্ধে কঠোর হওয়ার আহবান সৌদির

পরমাণু অস্ত্র অর্জন এবং ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি থেকে বিরত রাখতে ইরানের বিরুদ্ধে বিশ্বকে কড়া অবস্থান নেওয়ার আহবান জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। গতকাল বুধবার সরকারের শীর্ষ উপদেষ্টা বোর্ডে বার্ষিক বক্তৃতায় এ আহবান জানান তিনি।

আবদুল আজিজ বলেন, ইরানের আঞ্চলিক কর্মপরিকল্পনা, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ, সন্ত্রাসবাদে মদদ এবং গোষ্ঠীগত বিভাজনে উস্কানির বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে সৌদি।

তিনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে কড়া অবস্থান নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানাচ্ছি যাতে দেশটির ব্যাপক বিধ্বংসী অস্ত্র অর্জন এবং ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি কঠোর হস্তে মোকাবিলা নিশ্চিত করে।

আলজাজিরা জানিয়েছে, ৮৪ বছর বয়সী এই শাসককে সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভার্চুয়ালি ভাষণ দেওয়ার এই প্রথম কোনো সভায় বক্তব্য দিতে দেখা গেছে। ওই ভাষণে ইরানের ‘সম্প্রসারণবাদের’ নিন্দা জানিয়েছেন তিনি।

সৌদি বাদশাহর এমন বক্তৃতার এখনও কোনো প্রতিক্রিয়া করেনি ইরান। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সৌদি বাদশাহর দেওয়া এই বক্তব্যকে ভিত্তিহীন অভিযোগ বলে নাকচ করে দিয়েছে তেহরান।

আনন্দবাজার/টি এস পি 

সংবাদটি শেয়ার করুন