বেক্সিটে যুক্তরাজ্যে বহাল থাকবে বাংলাদেশের জিএসপি সুবিধা। জানা গেছে, ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে গেলেও বাংলাদেশসহ বিশ্বের স্বল্প উন্নত ৪৭টি দেশ যুক্তরাজ্যে পণ্য রফতানিতে জেনারালাইজড সিস্টেম অব প্রেফারেন্স বা জিএসপি সুবিধা পাবে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে ব্রিটিশ সরকার জানিয়েছে, বিশ্বব্যাপী ভিন্ন শুল্ক কাঠামোতে পণ্য আমদানি করলেও স্বল্প উন্নত এবং উন্নয়নশীল দেশগুলোর পণ্য সম্পূর্ণ শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। যুক্তরাষ্ট্র ও জার্মানির পর ব্রিটেনই বাংলাদেশের তৃতীয় বৃহত্তম পণ্য রফতানিকারক দেশ। কিন্তু ২০২১ সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য থাকছে না ব্রিটেন।
তবে ইইউ’র সদস্য হিসেবে না থাকলেও বাংলাদেশকে কোন শুল্ক দিতে হবে না পণ্য রফতানিতে। ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশ যুক্তরাজ্যে ৩৫০ কোটি ডলারের পণ্য রফতানি করেছে।
এই বিষয়ে যুক্তরাজ্যের আন্তর্জাতিক বাণিজ্য বিষয়কমন্ত্রী লিস ট্রাস ট্রুজ বলেন, যুক্তরাজ্য বর্তমানে ইউরোপীয় ইউনিয়নে নেই। তবে বেক্সিট সম্পূর্ণ কার্যকর হলে ব্রিটিশ আমদানিকারকরা বিশ্বের দরিদ্রতম দেশগুলোর পোশাক ও শাক-সবজির মতো নিত্য প্রয়োজনীয় পণ্যগুলোতে হ্রাস শুল্ক প্রদান বহাল রাখবে। ফলে এটি উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোকে সুদৃঢ় শিল্প প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি ও দীর্ঘমেয়াদে বিদেশি সহায়তার ওপর নির্ভরতা কমাতে সহযোগিতা করবে বলেও মনে করেন লিস ট্রাস ট্রুজ।
আনন্দবাজার/এইচ এস কে
