ঢাকা | বৃহস্পতিবার
২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

জাপানের সফটব্যাংকের নিট মুনাফা বেড়েছে ৪ গুণ

চলতি অর্থবছরের প্রথমার্ধে জাপানের সফটব্যাংক গ্রুপের নিট মুনাফা প্রায় চার গুণ বেড়েছে। এপ্রিল-সেপ্টেম্বর মেয়াদে প্রতিষ্ঠানটির নিট মুনাফা হয়েছে ১ লাখ ৮৮ হাজার কোটি ইয়েন বা ১ হাজার ৮০০ কোটি ডলার।

গত বছরের বড় আকারের লোকসান কাটিয়ে জাপানভিত্তিক আর্থিক প্রতিষ্ঠানটির নিট মুনাফা যে চাঙ্গা হয়েছে, সোমবার প্রকাশিত উপাত্তে তা স্পষ্ট হয়ে উঠেছে।

জাপানের কনগ্লোমারেটটির নিট মুনাফা গত বছরের একই সময়ের চেয়ে ৪২ হাজার ১৬০ কোটি ইয়েন বেড়েছে। গত কয়েক বছরে যে বড় আকারের বিনিয়োগ করেছে, তার ফল পেতে শুরু করেছে তারা—প্রথমার্ধে এ মুনাফার মাধ্যমে তা স্পষ্ট হয়ে উঠেছে।

তোকাই টোকিও রিসার্চ ইনস্টিটিউটের বিশ্লেষক মাসাহিকো আইশিনো জানান, বৈশ্বিক ইকুইটি বাজারে শক্তিশালী পারফরম্যান্সের ওপর ভর করে প্রতিষ্ঠানটিতে চাঙ্গা ভাব ফিরে এসেছে।

১০ হাজার কোটি ডলারের ভিশন ফান্ডের মাধ্যমে সিলিকন ভ্যালির বিভিন্ন প্রযুক্তি কোম্পানিতে বিনিয়োগ করে সফটব্যাংককে বিনিয়োগ জায়ান্টে পরিণত করেছেন প্রতিষ্ঠাতা মাসায়োশি সন।

এক সংবাদ সম্মেলনে সন বলেন, উইওয়ার্কের কারণে অনেকে বলতে শুরু করেছিল ভিশন ফান্ডের দিন শেষ। আমি বলব, এটা হওয়ার কোনো সুযোগ নেই, বরং এ ফান্ডের দিন শুরু হলো মাত্র।

এখন ভিশন ফান্ডের মনোযোগ থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিপ্লবে এবং এ খাতে ‘প্রকৃত প্রতিযোগীদের’ মধ্যেই বিনিয়োগ করবেন বলে জানান সন।

বিবৃতিতে সফটব্যাংক বলছে, ভবিষ্যতে নতুন করে কভিড-১৯ সংক্রমণ বৃদ্ধির শঙ্কায় নগদ অর্থ মজুদ জরুরি বলে মনে করছে তারা।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন