ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সৌদিতে বোমা হামলায় আহত ৪

সৌদি আরবের জেদ্দা শহরে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়েছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

দেশটিতে প্রথম বিশ্বযুদ্ধের সময় নিহত অমুসলিম সেনাদের স্মরণে বুধবার (১১ নভেম্বর) সকালে আয়োজিত একটি অনুষ্ঠানে এ হামলার ঘটনা ঘটে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে, এ অনুষ্ঠানটি প্রতিবছর ১১ নভেম্বর আয়োজিত হয়। হামলার সময় অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন। এ হামলায় একজন গ্রিসের নাগরিক আহত হয়েছেন।

এদিকে এ হামলার ঘটনার নিন্দা জানিয়েছে ফ্রান্স। এছাড়া সৌদিতে অবস্থানরত তাঁর নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকতে বলেছে। তবে হামলা সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য জানায় নি সৌদি কর্তৃপক্ষ।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন