রাজধানীর বাজারে সবজির সরবরাহ বাড়লেও সে হিসেবে দাম কমছে না। এই অবস্থায় বিপাকে নিম্ন এবং মধ্যম আয়ের মানুষেরা। সরবরাহ বেশি হলেও কৃষকদের কারণে দাম কমছে না বলে অভিযোগ খুচরা ব্যবসায়ীদের।
আজ (১১ নভেম্বর) বুধবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বাজার শীতকালীন সবজির সমারোহে ভরপুর। কিন্তু শীতের সবজি উঠলেও সে অনুযায়ী দাম খুব একটা কমেনি। পাইকারি বাজারে দাম উঠানামা করলেও খুচরা বাজারে প্রতিকেজি ৫০ থেকে ১০০ টাকার নীচে মিলছে কোন সবজি।
রাজধানীর মোহাম্মদপুর টাউনহল বাজারে বেড়েছে শীতের আগাম সবজি ফুলকপি, বাঁধাকপি, সীমের সরবরাহ। কিন্তু কোন সবজির দামই ৫০ টাকার নিচে না। বেশি দামে শাক সবজি কিনতে হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা।
খুচরা ব্যবসায়ীরা বলছেন, বাজারে শীতের সবজি এলেও কৃষকদের কাছ থেকে বেশি দামে কিনতে হচ্ছে তাদের। তাই তারাও বেশি দামেই বিক্রি করছেন।
এদিকে বাজার ও মানভেদে শিমের কেজি বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকা, যা গত সপ্তাহে ৮০ থেকে ১১০ টাকা ছিল।
বেড়েছে পাকা টমেটোর দামও। বাজারে প্রতিকেজি টমেটো বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। প্রায় একই দামে বিক্রি হচ্ছে শিম, উস্তে, বেগুন, বরবটি।
আনন্দবাজার/ইউএসএস