বিয়ের পরিকল্পনা করছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন। তবে ঠিক কবে বিয়ে করছেন তিনি সেটা এখনও জানাননি তিনি। সঙ্গী ক্লার্ক গেফোর্ডের সাথে দেড় বছর আগে আংটি বদল করে রেখেছেন তিনি।
নিউজিল্যান্ড হেরাল্ড জানায়, খুব সহসাই বিয়ে করছেন না এই দম্পতি। এর আগে এই দম্পতি জানিয়েছিলেন, তারা নির্বাচনের আগে বিয়ে করবেন না।
তবে নির্বাচন শেষ হয়ে যাওয়ায় এখন কবে বিয়ে করবেন এমন প্রশ্নের জবাবে জেসিন্ডা জানান, হ্যাঁ আমাদের কিছু পরিকল্পনা রয়েছে। তবে সেগুলো এখনই না। এটা আরও ব্যাপকভাবে প্রকাশ করার আগে আমরা আমাদের পরিবার ও বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করতে চাই।
গত বছর আংটি বদল করা আর্ডার্ন ও গেফোর্ডের দুই বছরের একটি মেয়ে আছে। মেয়ের নাম নেভে।
একটি পাহাড়ের চূড়ায় আর্ডার্নকে বিয়ের প্রোপোজ করেছিলেন গেফোর্ড। আর্ডার্নের আঙুলে আংটি দেখে একজন সাংবাদিক প্রধানমন্ত্রীর অফিসের কাছে জানতে চান। এরপরই আংটি বদলের খবরটি সামনে আনেন তিনি।
আনন্দবাজার/টি এস পি


