ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

না ফেরার দেশে বাহরাইনের প্রধানমন্ত্রী

মারা গেলেন বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফা। এক টুইট বার্তায় এ খবর জানিয়েছে দেশটির রয়েল প্যালেস।

আজ বুধবার সকালে যুক্তরাষ্ট্রের মায়ো ক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বাহরাইনের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে এ খবর নিশ্চিত করেছে আল জাজিরা ।

মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৪ বছর। শেখ খলিফা পৃথিবীর দীর্ঘতম সময় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে রেকর্ড করেছিলেন। দীর্ঘ ৫০ বছর বাহরাইনের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি।

বাহরাইনের বাদশাহ শেখ হামাদ বিন ইসা আল খলিফা প্রধানমন্ত্রী শেখ খলিফার মৃতুতে এক সপ্তাহের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।

শেখ খলিফার দাফন সম্পন্ন করা হবে মৃতদেহ দেশে আনার পর। জানা গেছে, দাফনকার্যে কেবল সীমিত সংখ্যক আত্মীয়রা অংশগ্রহণ করবেন।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন